ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিয়াক-আনোয়ার গ্রুপের সমঝোতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিয়াক-আনোয়ার গ্রুপের সমঝোতা

ঢাকা: বিকল্প পদ্ধতিতে বানিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
 
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলে দিলকুশা বানিজ্যিক এলাকায় অবস্থিত আনোয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।



বুধবার (০১ জুলই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
 
এ সময় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেন খালেদ উপস্থিত ছিলেন।
 
এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও এর সংশ্লিষ্ট কোম্পানিগুলো বানিজ্যিক বা চুক্তির আওতাধীন কোনো বিরোধের সম্মুখীন হলে আরবিট্রেশন বা মেডিয়েশন পদ্ধতির মাধ্যমে তা নিষ্পত্তিতে বিয়াকের বিশেষায়িত সেবা পাবে।
 
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।