ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণ ফোন হাউজে ইবিএল’র কিয়স্ক উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
গ্রামীণ ফোন হাউজে ইবিএল’র কিয়স্ক উদ্বোধন

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের সেবা দিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণ ফোনের প্রধান কার্য্যালয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কিয়স্ক উদ্বোধন কর‍া হয়েছে।

বুধবার (০১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং গ্রামীণ ফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী দিলীপ পাল মঙ্গলবার (৩০ জুন) যৌথভাবে এ কিয়স্কের উদ্বোধন করেন।

এ থেকে গ্রামীণ ফোনের কর্মীরা ইবিএল এটিএম, বিলসপে মেশিন ও স্বতন্ত্র সার্ভিস ডেস্ক’র সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ফোনের করপোরেট ফাইন্যান্স ও ট্রেজারি বিভাগের প্রধান মুস্তফা আলীম আওলাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।