ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেয়াদ বাড়ল রূপালী ব্যাংক এমডির

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
মেয়াদ বাড়ল রূপালী ব্যাংক এমডির

ঢাকা: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. ফরিদ উদ্দিনের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

বুধবার (০১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়াদ বাড়ানো সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।



জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি ব্যাংকটি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এম. ফরিদ উদ্দিনের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে চলতি বছরের ৭ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাড়ানো হলো।

দক্ষতা, দূরদর্শীতা, অক্লান্ত পরিশ্রম, ব্যাংকের ব্যবসা বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ হ্রাস করা, মুনাফা অর্জন, মানব সম্পদ উন্নয়ন, ব্যাংকের শৃঙ্খলা রক্ষাসহ সামগ্রিক কার্যক্রমে ব্যাংকটিতে অধিক হারে গতি আনার কারণে এম. ফরিদ উদ্দিনকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।