ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিটেন্স ১৫শ’ ৩০ কোটি ডলার, প্রবৃদ্ধি ৭.৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
রেমিটেন্স ১৫শ’ ৩০ কোটি ডলার, প্রবৃদ্ধি ৭.৬ শতাংশ

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৬০ শতাংশ। এর আগে কখনও এর চেয়ে বেশি রেমিটেন্স দেশে আসেনি।


 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৩শ’ ৯ দশমিক ৩২ মিলিয়ন ডলার (১৫শ‘ ৩০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) রেমিটেন্স এসেছে। এর আগে কখনো এই পরিমাণ রেমিটেন্স দেশে আসেনি।
 
তিনি জানান, ২০১৩-১৪ অর্থবছরে এসেছিল ১৪ হাজার ২শ’ ২৮ দশমিক ৩১ মিলিয়ন ডলার। গত বছরের তুলনায় রেমিটেন্স বেশি এসেছে ১ হাজার ৮১ দশমিক ২ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৬০ শতাংশ।
 
চলতি বছরের জুন মাসে এসেছে ১ হাজার ৪২১ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২৭ শতাংশ বেশি।
 
আসাদুজ্জামান আরও জানান, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের নানা রকম উৎসাহ প্রদান ও মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকায় এ বছর সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আনা সম্ভব হয়েছে।
 
এর আগে সবোর্চ্চ রেমিটেন্স এসেছিল ২০১২-১৩ অর্থবছরে ১৪ হাজার ৪শ’ ৬১ দশমিক ১৪ মিলিয়ন ডলার।
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।