ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১১ জুলাই পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
১১ জুলাই পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা

ঢাকা: তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ১১ জুলাই (শনিবার) পোশাক শিল্প এলাকায় সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম ভূইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


 
এতে বলা হয়েছে, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় ব্যাংকগুলোর শাখা খোলা রাখতে অনুরোধ করেছে বিজিএমইএ।

তাই তফসিলি ব্যাংকের ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়নগঞ্জ, চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প এলাকার শাখাগুলো খোলা রাখতে হবে।
 
ছুটির দিন কাজ করার জন্য ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা দেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
একই সঙ্গে বিমান, নৌ, স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শুক্র ও শনিবার এবং অপরাপর বাণিজ্যিক স্থানগুলোর এডি শাখাগুলো শনিবার খোলার নির্দেশ বহাল রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।