ঢাকাঃ ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্ট শ্রমিক ওয়ার্কার্স ফেডারেশন।
রোববার(৫ জুলাই’২০১৫) রাজধানীর জাতীয় প্রেক্লাবের সামনে সকাল সোয়া এগারটায় এই মানবন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, শ্রমিকদের ঈদ বেতন বোনাস নিয়ে মালিকরা টালবাহানা করেন। এবার ঈদের আগেই বেতন বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যাবেন শ্রমিকরা। ঈদের আগে কথায় কথায় শ্রমিক ছাটাই করাও চলবে না।
এ সময় অন্যান্য শ্রমিকরা বলেন, শ্রমিকরা সারা বছর কাজ করেন এই দুটি ঈদের জন্য। কিন্তু নানা সমস্যা দেখিয়ে মালিকরা অনেক সময় বেতন বোনাস দেন না। অথচ নিজেরা শপিং করেন দেশের বাইরে থেকে। কিন্তু এবার এটি হবে না। ঈদের আগে আমাদের বেতন বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যাবো।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
ইউএম/এনএস