ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের আগেই বেতন- বোনাস পরিশোধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
ঈদের আগেই বেতন- বোনাস পরিশোধের দাবি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকাঃ ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্ট শ্রমিক ওয়ার্কার্স ফেডারেশন।

রোববার(৫ জুলাই’২০১৫) রাজধানীর জাতীয় প্রেক্লাবের সামনে সকাল সোয়া এগারটায় এই মানবন্ধনের আয়োজন করা হয়।


 
মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, শ্রমিকদের ঈদ বেতন বোনাস নিয়ে মালিকরা টালবাহানা করেন। এবার ঈদের আগেই বেতন বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যাবেন শ্রমিকরা।   ঈদের আগে কথায় কথায় শ্রমিক ছাটাই করাও চলবে না।

এ সময় অন্যান্য শ্রমিকরা বলেন, শ্রমিকরা সারা বছর কাজ করেন এই দুটি ঈদের জন্য। কিন্তু নানা সমস্যা দেখিয়ে মালিকরা অনেক সময় বেতন বোনাস দেন না। অথচ নিজেরা শপিং করেন দেশের বাইরে থেকে। কিন্তু এবার এটি হবে না। ঈদের আগে আমাদের বেতন বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যাবো।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
ইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।