ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র হাসপাতাল তৈরিতে সহযোগিতা কামনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র হাসপাতাল তৈরিতে সহযোগিতা কামনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর্তমানবতার সেবায় হাসপাতাল প্রতিষ্ঠায় সংগঠনের নেওয়া উদ্যোগ সফল করতে সহযোগিতার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

রাজধানীর তোপখানা চট্টগ্রাম ভবনে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শনিবার (০৪ জুলাই) এ আহ্বান জানানো হয়।



সভায় গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দ্রুত হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে গঠনতন্ত্রে সংশোধনী প্রস্তাব পাশ করা হয়।

এসময় বৃহত্তর চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়লা সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান।

এতে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম খান, আবু আলম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সচিব আবদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও পুলিশের সাবেক অ্যাডিশনাল আইজি মো. নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. ডি কে চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, সাবেক সেনা প্রধান লে. জেনারেল এম. হারুন অর রশিদ, সাবেক মন্ত্রী পরিষদের সচিব আবু সোলায়মান চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার এম মুনসেফ আলী, সাবেক মূখ্য সচিব ও নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আবদুল করিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব আ ম ম নাসির উদ্দিন, সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম মহিম, উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, সদস্য কল্যাণী ঘোষ, প্রফেসর হান্নানা বেগম, প্রফেসর লুৎফর নাহার নিজাম, মো. নাজিম উদ্দিন চৌধুরী ও মোহাং সফিউল আজম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার যীশু কুমার বড়ুয়া, নির্বাহী কমিটির সহ-সভাপতি মুহাম্মদ মারুফ শাহ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, মো. শাহেদ জালাল চৌধুরী, ইঞ্জিনিয়ার এম. এমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ ও মো. শাহাদাত হোসেন চৌধুরী (হিরো), সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. কায়কোবাদ ওসমানী, সাহিত্য ও সেমিনার সম্পাদক আহমদ মমতাজ, ক্রীড়া সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক রাহুল বড়ুয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসীরন সিদ্দিকা লিনা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম মাসুদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য মোহা. আবুল কাশেম, মোহাম্মদ শাহাজাহান মন্টু, শহীদুল আমীন, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল শানু, ইঞ্জিনিয়ার উজ্জল মল্লিক, মো. ইকবাল রশিদী হেলাল, মোহাম্মদ নাছের (নাছির), মোহা. আবু নাসের তালুকদার, এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল), সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, নূর মোহাম্মদ এবং মো. তানভীর খান প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।