ঢাকা: পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে গ্রিন ব্যাংকিং অ্যান্ড এসএমই ফাইন্যান্স শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় এবং উপ- মহাব্যবস্থাপক এস এম মোহসিন হোসেন।
কর্মশালায় আব্দুল হালিম চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় ভুমিকা রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)। এ খাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন সর্বোপরি নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনায় পূবালী ব্যাংক লিমিটেড সহজ শর্তে উদ্যোক্তা বান্ধব এসএমই ঋণ প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির গতি সঞ্চারে ভূমিকা রাখছে।
গ্রিন ব্যাংকিং সম্পর্কে তিনি বলেন, বর্তমানে গ্রিন ব্যাংকিং বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ধারণা হিসেবে প্রচলিত। পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ সাপেক্ষে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ নয় এমন শিল্পে অর্থায়নের মাধ্যমে ব্যাংকিং খাত পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের ব্যাংকগুলোকে শুদ্ধ করতে বাংলাদেশ ব্যাংক একটি নৈতিকতা কমিটি গঠন করেছে। পূবালী ব্যাংক উক্ত কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করছে।
এসময় ব্যাংকের ঋণ বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, ঢাকা উত্তর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ০৫. ২০১৫
এসই/এনএস