ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের ২০ বছর পূর্তি উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
ঢাকা ব্যাংকের ২০ বছর পূর্তি উদযাপন

ঢাকা: ২০ বছর পূর্তি উদযাপন করলো বেসরকারি খাতের ঢাকা ব্যাংক লিমিটেড। রোববার (৫জুলাই) ঢাকার একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান।



অনুষ্ঠানে ‘পারসোনাল সোস্যাল রেসপন্সিবিলিটি (পিএসআর) অফিস এবং রিকনসিলার অফিস” আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা করা হয়।

এছাড়াও সিএসআর প্রোগ্রামের আওতায় খুলনা ইউনিভার্সিটি ও রোটারি কমিউনিটি ডিস্ট্রিক্ট হসপিটাল, সিড ট্রাস্ট, ঢাকা আহসানিয়া মিশন হসপিটাল,  নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র-কে আর্থিক অনুদান এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি রেসকিউ বোট ও উক্ত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় নিহত ১০ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

পাশাপাশি গার্মেন্টস কর্মীদের জন্য এক বিশেষ সঞ্চয়ী হিসাব ‘জমা’ এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, খন্দকার মনির উদ্দিন, মোঃ আমিরউল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, খন্দকার জামিল উদ্দিন, মির্জা ইয়াসির আব্বাস, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সাবেক ভাইস চেয়ারপারসন আফরোজা আব্বাস, প্রাক্তণ পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপ-ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, খান শাহাদাৎ হোসেন, সাকির আমিন চৌধুরী এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীগণসহ ব্যাংকের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।