ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোস্তফা খায়ের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
মোস্তফা খায়ের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মোস্তফা খায়ের। এর আগে তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।



মোস্তফা খায়ের বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) ১৯৮৯ সালের মার্চে তার ব্যাংকিং জীবন শুরু করেন। ১৯৮৯ সালের নভেম্বরে তিনি আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। ১৯৯৮ সালের মার্চ মাসে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডাচ্ বাংলা ব্যাংকে যোগদান করেন।

২০০৬ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যোগ দেন ।

তিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিপণন ও উন্নয়ন বিভাগে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।