ঢাকা: এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমেকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে।
সোমবার (০৬ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছে।
প্রেসক্লাবের সামনে অবস্থানরত শ্রমিকরা জানান, এশিয়া ডিজাইনের মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে তারা গত ০২ জুলাই থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি ০৪ জুলাই পর্যন্ত স্থগিত করেন। কিন্তু মালিকরা তাদের প্রতিশ্রুতি না রাখায় তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিনিশিং আয়রন ম্যান বলেন, গত এপ্রিল মাস থেকে আমরা বেতন পাচ্ছি না। মালিকরা বেতন নিয়ে টালবাহানা করছেন। সামনে ঈদ, বেতন না পেলে পরিবারের সবার ঈদের দিনও না খেয়ে থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এইচআর/এএসএস/এসএস