ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওশান গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ওশান গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করছে দুদক খন্দকার আলী আজম বাবলা

ঢাকা: ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন ও ভুয়া তথ্য দিয়ে পত্রিকার ডিক্লারেশন চাওয়ার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি কমিশন এ মামলার অনুমোদন দেয়।



অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে সোমবার (০৬ জুলাই) দুপুরে দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা সরদার মঞ্জুর আহম্মদ সাংবাদিকদের বলেন, ওশান গ্রুপের এমডি মিথ্যা তথ্য দিয়ে একটি পত্রিকার জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। ডিক্লারেশনের জন্য তিনি যেসব তথ্য দিয়েছেন তা ভুয়া। এমন অভিযোগ দুদকে এলে তা যাছাই-বাছাই করে অনুসন্ধান শুরু করা হয়। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় এজাহার দায়েরের অনুমোদন দিয়েছে।

অনুমোদিত মামলায় খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগও আনা হয়েছে বলেও জানান তিনি।
 
অবৈধ সম্পদের পরিমাণ জানতে চাইলে দুদক কর্মকর্তা জানান, এজাহার দাখিলের পর তা জানানো হবে। চলতি সপ্তাহের যে কোনো দিন মামলাটি দায়ের করা হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।