ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহকদের সম্মানে শাহ্জালাল ব্যাংকের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
গ্রাহকদের সম্মানে শাহ্জালাল ব্যাংকের ইফতার মাহফিল

ঢাকা: রোববার রাজধানীর একটি হোটেলে মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ইফতার মাহফিলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী সহ সংসদ সদস্য, সচিব, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের এমডি ও চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিরা, ব্যাংকের গ্রাহক এবং বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুধীসমাজ উপস্থিত ছিলেন।



মাহফিলে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।

শাহ্জালাল ইসলামী ব্যাংকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আরমানীটোলার তারা মসজিদরে খতীব মাওলানা ইউসুফ আব্দুল মজীদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ব্যাংকের মুরাক্বিব মাওলানা মো. ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ নুরুল আরেফীন, খন্দকার সাকিব আহমেদ এবং আব্দুল হালিম, বিকল্প পরিচালক মো. মাসুদ ও রুকন উদ্দিন খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেতাউর রহমান।

বাংলাদশে সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।