ঢাকা: দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে লাক্স সাবানের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (০৭ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম।
তিনি বাংলানিউজকে বলেন, বাংলাদেশ দণ্ডবিধির ২৯৪ (বি) ধারা অনুযায়ী, প্রলোভন দেখিয়ে পণ্য বেচাকেনার জন্য বিজ্ঞাপন প্রচার করা দণ্ডনীয় অপরাধ। অথচ ইউনিলিভার ‘এবার লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট!’ এই শিরোনামে রেডিও-টিভি এবং সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করছে। তাই আদালত আজ (মঙ্গলবার) অন্তর্বতীকালীন আদেশ দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রুলও জারি করেছেন।
রুলে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে কেন ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও বাণিজ্য সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও ইউনিলিভারকে নির্দেশ দিয়েছেন।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন মো. আবদুল মতিন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫/আপডেট: ১৩০৭ ঘণ্টা
ইএস/জেডএস