ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পথশিশুদেরকে যাকাত দিয়েছে এক্সিম ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
পথশিশুদেরকে যাকাত দিয়েছে এক্সিম ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পথশিশুদের যাকাত দিয়েছে বেসরকারিখাতের  এক্সিম ব্যাংক। মঙ্গলবার (০৭ জুলাই ২০১৫) গুলশানের ইমানুয়েলস ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত যাকাত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান পথ শিশুদের হাতে যাকাতের টাকা তুলে দেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মোহাম্মদ ফিরোজ হোসেনসহ বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ম. মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে এক্সিম ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং অন্যান্য ব্যাংকগুলোকেও এই দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশন, টুংগীপাড়া শেখ রাশেল দুঃস্থ শিশু পূনর্বাসন কেন্দ্র, কেন্দীয় খেলাঘর আসর, ব্লুমস স্পেসালাইড স্কুল, বাংলাদেশ পথ নারী শিশু কল্যাণ সোসাইটি, পুষ্পকলি বিদ্যালয় এবং স্বপ্নবাজ কমিউনিটি’র মাধ্যমে প্রায় ১০০০ জন শিশু কিশোরকে যাকাত প্রদান করা হয়।

এছাড়াও শিশুদের স্কুল ব্যাগ, টিফিন বক্স ও ১টি করে ছাতা উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।