ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন ৪২০ কোটি টাকার লেনদেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন ৪২০ কোটি টাকার লেনদেন

ঢাকা: মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন প্রতি মাসেই বাড়ছে। মে মাসে প্রতিদিন গড়ে ৪২০ কোটি পাঁচ লাখ টাকার লেনদেন হয়েছে।

আর দিনে গড় লেনদেনের সংখ্যা তিন লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।

এ খাতের ওপর বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-মে মাসের পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন মতে, প্রতিটি লেনদেনের গড় পরিমাণ থাকছে এক হাজার ৩২০ টাকা। এপ্রিলের তুলনায় মে মাসে সামগ্রিকভাবে মোবাইলে লেনদেন বেড়েছে গড়ে ৬.৪৫ শতাংশ। এপ্রিলে প্রতিদিন গড় লেনদেন ছিল ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকা। ওই মাসে সব মিলে লেনদেন হয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা।   অন্যদিকে মে মাসে সামগ্রিক লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬০০ কোটি টাকা অতিক্রম করেছে।

এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে এই লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৩১৮ কোটি টাকা। এই সময়ের মধ্যে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচগুণ।

মে মাসে পাঁচ হাজার ৩০৯ কোটি টাকা লেনদেন হয়েছে কেবল ক্যাশ-ইনের জন্য। এ ছাড়া চার হাজার ৫৬৮ কোটি টাকা ক্যাশ-আউট এবং দুই হাজার ২৭৭ কোটি টাকা ব্যক্তিপর্যায়ের লেনদেন হয়েছে।

দেশে ২৮টি তফসিলি বাণিজ্যিক ব্যাংক মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাংক সারাদেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। রাজধানী ঢাকা থেকে শুরু করে সূদুর গ্রামাঞ্চলেও এর নেটওয়ার্ক রয়েছে। দ্রুতই হাতে টাকা প্রাপ্তির বা লেনদেনের বড় মাধ্যম হয়ে উঠেছে এটি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।