ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অস্থাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে সজল আহমেদ নামে এক কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন, র্যাব ২ এর উপ-পরিচালক ড. দিদারুর আলম, বিএসটিআই’র ফিল্ড অফিসার মন্তোস কুমার দাস অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এনএ/এটি