ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদ উপলক্ষে মার্সেলের নতুন পণ্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ঈদ উপলক্ষে মার্সেলের নতুন পণ্য ছবি : সংগৃহীত

ঢাকা: ঈদ উপলক্ষে মার্সেল বাজারে নিয়ে এসেছে আকর্ষণীয় তিনটি মডেলের নতুন ফ্রিজ। এগুলো হচ্ছে ২৫৪ লিটার; ২৯৫ লিটার এবং ৩১৭ লিটার ধারণক্ষমতার ফ্রিজ।

এছাড়া নতুন মডেলের ২৪ ইঞ্চি ও ৩২ ইঞ্চির এলইডি টেলিভিশন; ২.৮ লিটার এবং ৩.২ লিটারের নতুন মডেলের দুটি রাইস কুকার।

এছাড়া পাওয়া যাচ্ছে মার্সেলের সিআরটি টিভি, এসি, জেনারেটর, মোটরসাইকেল, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স ইত্যাদি।

কর্তৃপক্ষ জানায়, মার্সেল তৈরি করছে বিশেষ ডিজাইনের অসংখ্য কালারের বড়ডিপযুক্ত ফ্রিজ। মার্সেল ফ্রিজ কিনলে যাতে ক্রেতাদের আলাদা করে ডিপ ফ্রিজ কিনতে না হয় সেজন্য মার্সেলের এই বিশেষ উদ্যোগ। ক্রেতারাও এ সুযোগ লুফে নিচ্ছেন।

মার্সেল ফ্রিজে ডিইসিএস আলট্রাব্রিড ফোর ডি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তির বিষ্ময় এন্টি ব্যাকটেরিয়াল ন্যানো পার্টিকেল ব্যবহার করায় মার্সেল ফ্রিজে রক্ষিত খাবার দীর্ঘক্ষণ সতেজ, টাটকা ও জীবাণুমুক্ত থাকছে। এই ফ্রিজে ৮০ শতাংশ এনার্জি সেভিং এলইডি বাল্ব ব্যবহার করার ফলে বিদ্যুৎ খরচ কমে যাচ্ছে ৮০ শতাংশ।

এছাড়াও, ছয় মাসের মধ্যে ফ্রিজে কোনো সমস্যা হলে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়ায় গ্রাহকদের পছন্দের শীর্ষে উছে এসেছে মার্সেল।

মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (দক্ষিণ) মতিউর রহমান  এ সম্পর্কে বলেন, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যে মার্সেল এখন জনপ্রিয় নাম। ক্রেতারা মার্সেল ব্র্যান্ডের পণ্য ব্যবহার করে মূল্যের চেয়েও বেশি উপযোগ পেয়েছেন। যে কারণে সারাদেশে মার্সেল পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। খুব শিগগিরই মার্সেল ভাল অবস্থানে যাবে।

মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (উত্তর) মোশারফ হোসেন রাজীব বলেন, সব শ্রেণির ক্রেতার আয় সক্ষমতা, চাহিদা এবং রুচির ভিন্নতা অনুযায়ী সাশ্রয়ী দামে অত্যাধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের আকর্ষণীয় ডিজাইনের নতুন মডেলের ফ্রিজ, টেলিভিশন এবং রাইস কুকার গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।