ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘কিরণমালা’য় হুমড়ি খাচ্ছেন খুলনার তরুণীরাও

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
‘কিরণমালা’য় হুমড়ি খাচ্ছেন খুলনার তরুণীরাও ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আষাঢ়ে বৃষ্টি যেন থামছেই না! ঘর থেকে বের হওয়াই দায়। কিন্তু ঈদের কেনাকাটার সময় তো ফুরিয়ে আসছে! তাই বৃষ্টি মাথায় নিয়েই মার্কেটে এসেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী মিতা হক ও তার বান্ধবী মৌ।



পছন্দের পোশাক পেতে এ দোকান ও দোকান ঘোরাঘুরি করে কিনেও ফেলছেন। বুধবার (০৮ জুলাই) দুপুরে খুলনার অভিজাত বিপণিবিতান খুলনা শপিং কমপ্লেক্সে ঈদ কেনাকাটার বিষয়ে তাদের সঙ্গে কথা হয়।

বললেন, ঈদে নতুন পোশাকের প্রতিই ঝুঁক বেশি থাকে। এবার এসেছে ‘কিরণমালা’। তাই এটাই কিনবো। বেশ ক’টি দোকানে ঘুরে দেখে-শুনে একটি কিনেছি।

কেন কিরণমালা? উত্তরে তারা বলেন, এবারের ঈদের লেটেস্ট ফ্যাশন কিরণমালা। অন্য বান্ধবীরাও এটাই কিনছে।

নগরের নিউ মার্কেটে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন গৃহিণী নাজমা বেগম।

তার ভাষ্য মতে, মেয়ে এবার চাইছে কিরণমালা ড্রেস। তবে এক দোকানে যে পোশাকটির নাম কিরণমালা, অন্য দোকানে এর নাম সারা-রা কোনো দোকানে যার নাম পাখি, আবার অন্য দোকানে নাম কারিনা। বুঝতে পারছি না কোনটা ঠিক?

তিনি অভিযোগ করেন, কোনো কোনো দোকানে গিয়ে কিরণমালা পোশাকটি চাইলে লম্বা ঝুলের জামা দেখিয়ে বিক্রেতারা দাবি করছেন, এটাই কিরণমালা। দামও হাকায় উচ্চ দামে।
 
সরেজমিনে দেখা যায়, খুলনার নিউ মার্কেট, মিনা বাজার, সেফ অ্যান্ড সেভ, আড়ং, জলিল সুপার মার্কেট, রেলওয়ে মার্কেট, শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, হ্যানিম্যান মার্কেট, খুলনা বিপণি বিতান, আলো সুপার মার্কেট, এশা চেম্বার, মালেক চেম্বার, আখতার চেম্বার, খান টাওয়ারসহ বিভিন্ন শপিং মলে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

এর মধ্যে প্রায় বেশির ভাগই হুমড়ি খেয়ে পড়ছেন হাল ফ্যাশন কিরণমালার প্রতি।

বিক্রেতারা বলছেন, এবারের ঈদ মার্কেটে তরুণীদের আকর্ষণ কিরণমালায়। ভিন্ন ডিজাইনের হরেক রকম থ্রি-পিস কিরণমালা এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে।
 
তারা জানান, প্রতিবারের মতো এবারও ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় চরিত্রের নামে পোশাক বিক্রি করছেন তারা। বলিউড আর ভারতীয় বাংলা সিরিয়ালের চরিত্রের  ট্যাগ ঝোলানো পোশাকের দিকেই নজর ক্রেতাদের।

মার্কেট ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিরণমালা পোশাকে লং ড্রেসের ওপরে একটি কটি, নিচে ঘের, এরপর ফলস, পেছনে নকশা আর দুই পাশে দুইটি ঝুমকা। এ পোশাকের দাম তুলনামূলকভাবে বেশি। যা বিক্রি হচ্ছে তিন থেকে ৩০ হাজার টাকায়।

এদিকে কিরণমালা‘র মতো সারা-রাও প্রায় একই ধাঁচের। দামও প্রায় একই।

খুলনা শপিং কমপ্লেক্সের লেটেস্ট কর্নারের সত্ত্বাধিকারী র‍াসেল বাংলানিউজকে বলেন, খুলনার তরুণীদের এবার পছন্দের শীর্ষে কিরণমালা। সাধারণত মেয়ে ও শিশুরা এসে কিরণমালা পোশাক চাইছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক বিক্রেতাই এ রকম নকশার পোশাক আনতে পারেননি। তাই যে কোনা নকশার পোশাক বের করেই কিরণমালা বলে চালিয়ে দিতে চাইছেন।

‘কিরণমালা পোশাকটি নিয়ে তরুণীদের মধ্যে আসক্তি সৃষ্টি হয়েছে,’ বলছিলেন সুকন্যার সত্ত্বাধিকারী মোজাহিদ হোসেন উজ্জল।

বড় বাজারের নিউ ফ্যাশনের দোকানি মো. আব্দুল্লাহ বলেন, দোকানিরা যে পোশাকের নাম কিরণমালা বলছেন, সিরিয়ালের কিরণমালা কখনই এ ধরনের জামা পরেনি।

‘বাংলাদেশেও সিরিয়ালটি জনপ্রিয় হওয়ায় এর অভিনেত্রীর নামে নামকরণ করে বিভিন্ন জামা বিক্রি করা হচ্ছে,’ যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।