ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংক এমডির মেয়াদ বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
অগ্রণী ব্যাংক এমডির মেয়াদ বাড়লো

ঢাকা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদের কর্মকাল আরও এক বছর বেড়েছে।

বৃহস্পতিবার(৯ জুলাই’২০১৫) বাংলাদেশ ব্যাংক তার নিয়োগের বিষয়টিতে সম্মতি দিয়েছে।



পর্ষদের অনুমোদনের পর গত ০৯ জুন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত পুনঃনিয়োগের চিঠি রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

ওই চিঠিতে নিয়োগ বিষয়ক বিধি-বিধান পরিপালনপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।

এর পর অনাপত্তির জন্য তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বিশেষায়িত ছাড়া অন্য যেকোনো ব্যাংকে পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ কিংবা পদায়নে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক।

অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে সৈয়দ আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১০ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।