ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অমলেন্দু মুখার্জি এমআরএ’র নতুন ইভিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
অমলেন্দু মুখার্জি এমআরএ’র নতুন ইভিসি অমলেন্দু মুখার্জি

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জিকে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি এ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত খন্দকার মাজহারুল হকের স্থলাভিষিক্ত হলেন।

গত ২৩ মার্চ মাজহারুল হকের চুক্তির মেয়াদ শেষ হয়।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অমলেন্দু মুখার্জি আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি রূপালী ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।