ঢাকা: মো. সোহরাব মুস্তাফা এবং গোলাম আওলিয়া সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন।
পদোন্নতির আগে সোহরাব মুস্তাফা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশন অ্যান্ড অফ-শোর ব্যাংকিং ইউনিটের প্রধান হিসাবে কর্মরত ছিলেন এবং গোলাম আওলিয়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, কর্পোরেট শাখা হিসাবে কর্মরত ছিলেন।
সুদীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ সোহরাব মুস্তাফা জুন ২০১০ এ ইউসিবিতে যোগদানের আগে দি সিটি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন।
তিনি ১৯৮৩ সালে সিটি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসাবে যোগদান করে পেশাগত জীবনের সূচনা করেন।
অন্যদিকে ব্যাংকিং এর নানা ক্ষেত্রে সুদীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতালব্ধ গোলাম আওলিয়া ১৯৮৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে “প্রবেশনারি অফিসার” হিসাবে যোগ দেন।
তিনি জেনারেল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট, লিগ্যাল, রিকভারিসহ ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগীয় ব্যবস্থাপনা পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এনএস/