ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি চাকুরেদের বাড়ি ভাড়ার ওপর ট্যাক্স নেই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সরকারি চাকুরেদের বাড়ি ভাড়ার ওপর ট্যাক্স নেই

ঢাকা: সরকারি চাকুরেদের বাড়ি ভাড়ার ওপর ট্যাক্স দিতে হবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ৩০ জুন এ প্রজ্ঞাপন জারি করে।

  ১ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলেও তাতে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগের সচিব নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২০১১ সালের ৪ জুলাই এর এসআরও ২২৮-আইন আয়কর/২০১১ রহিতক্রমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস ব্যতীত সকল প্রকার ভাতা ও সুবিধাকে আয়কর থেকে অব্যাহতি প্রদান করিল।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।