বরিশাল: বরিশালে স্টার গ্রাহকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে গ্রামীণফোন। শনিবার সন্ধ্যায় নগরীর বরিশাল ক্লাব-এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ‘স্টার গ্রাহক’ হিসেবে বিশেষ সম্মাননা দিয়ে থাকে এ প্রতিষ্ঠানটি। বিগত বছরগুলোর মতো তাই এবারও আয়োজন করা হয় ‘জিপি স্টার ইফতার’।
আমন্ত্রিত স্টার গ্রাহকের পাশাপাশি বরিশাল জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আনন্দ উপস্থিতিতে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
গ্রামীণফোনের মার্কেটিং বিভাগে কর্মরত মো. মাশুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণে তাদের ইসলাম ধর্মভিত্তিক প্রশ্নের জবাব দেন মাওলানা মাহমুদুল হাসান।
এরপর গ্রামীণফোনের সব স্টার গ্রাহককে গ্রামীণফোনের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল মেট্রো এরিয়া ম্যানেজার মো. আহসান হাবীব।
তিনি বলেন, “আজ আপনাদের এখানে পাওয়া নিশ্চিতভাবেই আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আপনাদের নিয়েই আমাদের এই পরিবার, গ্রামীণফোন। আমরা বিশ্বাস করি গ্রামীণফোনের প্রতি আপনার এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব”।
তিনি আরও বলেন, “সব গ্রামীণফোন গ্রাহকের প্রতি আমরা যথেষ্ট আন্তরিক হবার পাশাপাশি বিশেষতঃ স্টার গ্রাহকদের জন্য লাইফ স্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপলায়েন্স, ফুড কোর্টে খাবার-দাবার, ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে”।
মো. আহসান হাবীবের বক্তব্যের পর মোনাজাত শেষে শুরু হয় ইফতার। ইফতার শেষে আমন্ত্রিত অথিতিরা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন।
এর আগেও স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোন বিভিন্ন সময় কনসার্ট আয়োজন করেছিল। গ্রামীণফোন গ্রাহকরা গ্রামীণফোনস্টার প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রামীণফোন ওয়েবসাইটে http://www.grameenphone.com/star-program ঠিকানায়-এ জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
পিসি