ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্ট এলাকায় বুধবার ব্যাংক খোলা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
গার্মেন্ট এলাকায় বুধবার ব্যাংক খোলা

ঢাকা: ঈদ-উল-ফিতর এর আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ১৫ জুলাই (বুধবার) গার্মেন্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে।

রোববার(১২ জুলাই’২০১৫) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।



বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা থাকবে।

এছাড়াও বর্তমানে বিমান,সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

১৫ জুলাই বুধবার ছুটির দিন হওয়ায় ঐদিন অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা/কর্মচারীদেরকে সম্মানজনক যুক্তিসংগত ভাতা দিতেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।