ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার উদ্যোগে ‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমযানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সোমবার(১৩ জুলাই ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ আবদুস সামাদ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাবিবুর রহমান ভূইয়া, এফসিএ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, মো. ইয়ানুর রহমান, মো. সিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও নির্বাহী-কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, সম্পদ বণ্টনের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা ইসলামী অর্থনীতির মূল বিষয়। একটি দরদী ও মানবিক অর্থব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ইসলামী ব্যাংক। মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনভিত্তিক ও কল্যাণবর্ধক পণ্য উৎপাদনে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ প্রদান করে এ ব্যাংক।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক সকল কার্যক্রমে ইসলামী শরী‘আহর নিয়ম-নীতি অবলম্বন এবং কল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে সর্বস্তরের জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পরিপালন ও স্বচ্ছতার নীতি অনুসরণ করে এ ব্যাংক আর্থিক খাতে সুনীতির সংস্কৃতি চালু করেছে। ফলে বাংলাদেশসহ দুনিয়াব্যাপী ইসলামী ব্যাংকিং-এর রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে এ ব্যাংক।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এনএস/