ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় এটিএম ও পিওএস (পয়েন্ট অব সেল) সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার(১৪ জুলাই’২০১৫) এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে পাঠানো এ নির্দেশনায় ঈদের ছুটির সময় ব্যাংক সমূহের এটিএম বুথে সার্বক্ষণিক নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করে এবং ২৪ ঘণ্টা এটিএম বুথ খোলা রাখার কথা বলা হয়েছে।
পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওদুদ স্বাক্ষরিত ওই সার্কুলারে 'ঈদের ছুটির সময় কোনো কারণে এটিএম বুথ বন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের তা জানাতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকিং লেনদেনে গ্রাহকদের হয়রানি না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এনএস/