ঢাকা: আগামী শুক্রবার (১৭ জুলাই) দেশের সব কাস্টম হাউস এবং কাস্টমস সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব মুহাম্মদ রইচ উদ্দিন খান স্বাক্ষরিত দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।
ওই আদেশে ঢাকা কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউস এবং কমলাপুর আইসিডির (ইন্ডল্যান্ড কনটেইনার ডিপো) কমিশনারকে শুল্ক স্টেশন খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এনএস/