আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে এসময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল ও বন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, শুক্রবার (১৭ জুলাই) সপ্তাহিক ছুটি। এছাড়া শনিবার (১৮ জুলাই) থেকে মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত ঈদের ছুটি থাকায় মোট পাঁচদিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২২ জুলাই থেকে যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সুবিধার্থে শুল্ক বিভাগের ব্যাগেজ কাউন্টার খোলা থাকবে। এসময় সোনালী ব্যাংক বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে ভ্রমন কর নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এসআই/