ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন এক করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন এক করা হবে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দুটো আলাদা সংস্থা হিসেবে কাজ করলেও ভবিষ্যতে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে এক সংস্থায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(২১জুলাই’২০১৫) প্রধানমন্ত্রীর কার‌্যালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী।



প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ(প্রাইভেটাইজেশন) কমিশনকে দুটোকে আমরা এক করে দেবো ভবিষ্যতে। এরইমধ্যে এ ব্যাপারে মোটামুটি পেপার আমাদের তৈরি। শুধু কার‌্যকর করাটাই এখনো হয় নাই; তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি। এতে বিনিয়োগ ও শিল্পায়ন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, আমরা মনে করি প্রাইভেটাইজেশনের মত সম্পত্তি এখন আর নেই। আমরা আমাদের সম্পত্তি দেশেরই বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এগুলি বিক্রি না করে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায় সেদিকে আমরা দৃষ্টি দিতে চাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, জুলাই ২১, ২০১৫
এমইউএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।