ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাকের দাম বাড়ান : বিদেশি ক্রেতাদের প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
তৈরি পোশাকের দাম বাড়ান : বিদেশি ক্রেতাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: শ্রমিক কল্যাণের কথা চিন্তা করে বিদেশি ক্রেতাদের বাংলাদেশে তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ টাকা শ্রমিকদের আরো কল্যাণে ব্যয় করা হবে।


 
বুধবার নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত গারবেন ডি জং সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
 
পোশাক শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ৬ বছরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি সরকার তাদের জন্য চাকরির বাজার সৃষ্টি করছে।
 
দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিনা বেতনে নারী শিক্ষার ব্যবস্থা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
.
রাষ্ট্রদূতের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার সুসর্ম্পক বিদায়ী এ রাষ্ট্রদূতের সময় নতুন মাত্রায় পৌঁছেছে।
 
তৈরি পোশাক খাতে বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনের প্রশংসা করেন রাষ্ট্রদূত গারবেন ডি জং।
 
বাংলাদেশের সমুদ্র বন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
 
এছাড়াও কৃষি, প্রাণিজ সম্পদ এবং ভূমি উদ্ধার খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডের এ প্রতিনিধি।
 
ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন গারবেন ডি জং।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমইউএম/জেডএম

** প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।