ঢাকা: আবারও কমলো স্বর্ণের দাম। বৃহস্পতিবার(২৩ জুলাই’২০১৫) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
বুধবার(২২ জুলাই’২০১৫) সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান দাম পুননির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।
সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ৩ হাজার ৬৮৫ টাকা। ২১ ক্যারেটের স্বণ গ্রাম প্রতি দাম ধরা হয়েছে ৩ হাজার ৫০৫ টাকা।
১৮ ক্যারেট প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ২হাজার ৯৩৫ টাকা।
আর সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১হাজার ৯৬০ টাকা এবং ২১ গ্রাম (ক্যাডমিয়াম) রুপার প্রতি গ্রাম মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫টাকা।
এর আগে কয়েকমাসের ব্যবধানে বেশ কয়েকবার স্বর্ণের দাম কমানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এনএস/