ঢাকা: রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন বকেয়া বেতন, বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত সোয়ান গার্মেন্ট শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে প্রেসক্লাবের সামনে অবস্থানরত ‘সোয়ান গার্মেন্ট নির্যাতিত শ্রমিকবৃন্দ’ ব্যানারে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় তারা ইসলামী ব্যাংক ঘেরাও করবেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের উত্তরা থানার সভাপতি জয়নাল বলেন, সোয়ান গার্মেন্টসের গোডাউন ভেঙে শ্রমিকদের লুটপাটের মিথ্যা অভিযোগ এনে গত ১৮ জুন ইসলামী ব্যাংকটি মামলা করে।
ওই মামলা প্রত্যাহারসহ শ্রমিকদের চার মাসের বকেয়া বকেয়া বেতন, বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিমা দাবি আদায়ের জন্য ইসলামী ব্যাংক মামলাটি করেছে বলে দাবি শ্রমিকদের।
এদিকে, কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় তারা ঘেরাওয়ের উদ্দেশে প্রেসক্লাব থেকে রওনা হন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫/আপডেট:১১২০ ঘণ্টা
আইএএ/জেডএস