ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোয়ান শ্রমিকদের অবস্থান কর্মসূচির ১৩তম দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
সোয়ান শ্রমিকদের অবস্থান কর্মসূচির ১৩তম দিন ছবি: দীপৃু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাওনা পরিশোধ না করেই বন্ধ ঘোষণা করায় সোয়ান গার্মেন্ট শ্রমিকেরা টানা ১৩ দিন ধরে অবস্থান কর্মসূচি করছেন।
 
গত ১২ জুলাই থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

ঈদের দিনও তাদের কেটেছে রাস্তায় আন্দোলনরত অবস্থায়।
 
অবস্থান কর্মসূচিটি ‘সোয়ান গার্মেন্টের নির্যাতিত শ্রমিকবৃন্দ’ ব্যানারে পরিচালিত হচ্ছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেদুর রহমান শামীমের নেতৃত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে শ্রমিক নেতা নূর ইসলাম, শাহজাহান মিয়া, মঞ্জুর মঈন প্রমুখ উপস্থিত রয়েছেন।
 
সাহেদুর রহমান শামীম জানান, বিজিএমইএসহ সব কর্তৃপক্ষকেই স্মারকলিপি দিয়েছি। এমনকি প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও কোনো অগ্রগতি নেই। তাই জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
 
তিনি বলেন, গার্মেন্টটি বেআইনিভাবে চারমাস ধরে বন্ধ রেখেছেন মালিক কর্তৃপক্ষ। কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। ঈদের বোনাসও পাওনা রয়েছে। তাই পাওনা আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২৮০১৫
ইইউডি/এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।