ঢাকা: কারিগরি ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, নইলে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
রোববার (২৬ জুলাই) দুপুরে বড় পরিসরে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) সচিবালয় উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, দেশের সব অঞ্চলের মানুষদের কারিগরি দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে হবে। নইলে উন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে শুধু যে দেশের চাহিদা মিটবে তা নয়। বিদেশেও রফতানি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।
কীভাবে দক্ষতা উন্নয়নে কাজ চলছে তার তথ্য তুলে ধরার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি দক্ষতার প্রশিক্ষণ বিষয়ে সব ধরণের তথ্য তুলে ধরতে হবে। যে ২২টি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে তাদের সব ধরনের কার্যক্রম সবাইকে জানাতে হবে। তাহলে মানুষ এ বিষয়ে ভালো ধারণা পাবেন। যাদের উৎসাহ আছে তারা প্র্রশিক্ষণ নিতে পারবেন।
তিনি বলেন, তবে শুধু দক্ষতা বৃদ্ধি করলেই চলবে না। দক্ষ ব্যক্তিদের কাজেও লাগাতে হবে।
সারা দেশের যুব শক্তিকে কাজে লাগানোরও আহবান জানান প্রতিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মানুসিকতা তৈরি করতে হবে। এক্ষেত্রে শিশু বয়স থেকেই অনুশীলন করা দরকার। তবে দক্ষ ব্যক্তিদের অবশ্যই সনদ দেওয়া প্রয়োজন। যেন দেশ ও বিদেশে সঠিকভাবে তারা মূল্যায়িত হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
বক্তারা বলেন, বিভিন্ন দক্ষ ব্যক্তিদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করলে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া সহজ হবে। দক্ষ ব্যক্তিদের সামাজিক মর্যাদার বিষয়টি গুরুত্বের সহকারে নেওয়া উচিত। সব বিভাগের সমন্বয়ের মাধ্যমে জাতিকে দক্ষ জনশক্তি উপহার দেওয়া সম্ভব।
আয়োজকরা জানান, বড় পরিসরে এ সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় জাতীয় পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
একে/এএসআর