ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি’র রিচার্জ প্লাসে প্রমোশনাল ক্যাম্পেইন অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
রবি’র রিচার্জ প্লাসে প্রমোশনাল ক্যাম্পেইন অফার

ঢাকা: বিকল্প রিচার্জ চ্যানেল ‘রিচার্জ প্লাস’ এ প্রমোশনাল ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

ক্যাম্পেইনের আওতায় রিচার্জ প্লাসের মাধ্যমে ২০০ টাকা রিচার্জ করলে বোনাস হিসেবে রবি টু রবি ১০০ মিনিট টকটাইম ও ১০০টি এমএসএস এবং ১০০ টাকা রিচার্জে ৪০ মিনিট টকটাইম ও ৪০টি এসএমএস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।



আগামী ২৩ আগস্ট পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে বলে রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

এ ক্যম্পেইনে দেশের বাইরে অবস্থানরত যে কোনো বাংলাদেশি দেশে অবস্থানরত তার আপনজনের নম্বরে রিচার্জ করে এ বোনাস উপহার দিতে পারবেন।

অকই সঙ্গে একজন প্রবাসী যতোবার ২০০ টাকা রিচার্জ করবেন ততোবার আন্তর্জাতিক রিচার্জ পার্টনারের কাছ থেকে একটি রবি ব্র্যান্ডেড ক্যাপ উপহার পাবেন।

তবে ক্যাম্পেইনের আওতায় বোনাস উপভোগ করতে মোবাইল ফিনেন্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন ও আন্তর্জাতিক রিচার্জ পার্টনারের মাধ্যমে রিচার্জ করতে হবে।

২০০ টাকা রিচার্জে চার দিন (রাত ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) এবং ১০০ টাকা রিচার্জে তিন দিন (রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) বোনাসের মেয়াদ থাকবে।

রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে বোনাস মিনিট প্রদান করা হবে। *২২২*৩# ডায়াল করে বোনাস টক-টাইম এবং *২২২*১১# ডায়াল করে এসএমএস’র ব্যালান্স জানা যাবে।

ইজিলোড, উদ্যোক্তা, কর্পোরেট, নিউ অ্যাকুইজেশন, উইন ব্যাক, রিচার্জ অফার (৩১, ৩৯, ৭৯ টাকা) ও এসএমই সাবস্ক্রাইবার ছাড়া বাকি সব রবি প্রি-পেইড গ্রাহক বোনাসটি উপভোগ করতে পারবেন।

এদিকে রিচার্জ প্লাসে সম্প্রতি ডাটা কেনার সুযোগ যোগ করেছে রবি। এর আগে ডিজিটাল প্লাটফরমটি থেকে শুধু এয়ারটাইম রিচার্জ করা যেতো। ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার এবং গ্রাহকদের পরিবর্তিত জীবনধারার পরিপ্রেক্ষিতে প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে রবি তাদের সুবিধাজনক ডিজিটাল রিচার্জ প্লাটফরমে ডাটা কেনার ফিচারটি যোগ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এছাড়া রিচার্জ ডটরবি ডটকম ডটবিডি ওয়েবসাইটের মাধ্যমে রবি গ্রাহকরা এখন অনলাইনেই ডাটা প্যাক কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।