ঢাকা: সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার (০৩ আগস্ট’২০১৫) মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে এমনটাই জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত।
সোমবার (২৭ জুলাই’২০১৫) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আবুল মাল আবদুল মহিত বলেন, আগামী সোমবার পে-কমিশন মন্ত্রিসভা বৈঠকে উঠতে পারে। বাংলাদেশ এখন উন্নত হয়েছে। অর্থনৈতিকভাবেও আমরা শক্তিশালী হয়েছি। এখন দেশে শতাধিক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। সার্বিক দিক দিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে।
এদিন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্তরা তাদের বাড়ি ভাড়ায় প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
সোমবারের বৈঠকে এটি উঠতে পারে বলে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা ওঠেনি। বিভিন্ন সময় অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, যে মাসেই নতুন পে স্কেল অনুমোদন পাক না কেন, নতুন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুলাই (২০১৫) মাস থেকেই বর্ধিত বেতন পাবেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসই/আইএ/এনএস