ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের নাম পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, জুলাই ২৮, ২০১৫
গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের নাম পরিবর্তন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ’।

একই সঙ্গে কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে আর্থিক সেবাভুক্তি কার্যক্রমকে সরিয়ে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ গঠন করা হয়েছে এবং বিভাগটির নাম পরিবর্তন করে কৃষিঋণ বিভাগ করা হয়েছে।



এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট বিভাগকে ভেঙ্গে দুইটি বিভাগ (এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট বিভাগ ১ ও এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট বিভাগ ২) করা ছাড়াও নতুন করে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং বিভাগ গঠন করা হয়েছে।

এর আগে রোববার (২৬ জুলাই) আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১৪ প্রকাশকালে গভর্নর ড. আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের পরিধি বাড়ছে বলে জানান।

এরই মধ্যে একটি বিভাগ গঠনের বিষয়টি জানিয়ে একটি সার্কুলারও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি বিভাগগুলো গঠনের বিষয়েও দ্রুত জানিয়ে দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্র এসব তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।