ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমি কথা রাখতে পারিনি। আমি বলেছিলাম শতভাগ এডিপি বাস্তবায়ন করবো। কিন্তু পারিনি। এডিপি ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
মুস্তফা কামাল বলেন, আমার টার্গেটও ছিল এডিপি শতভাগ বাস্তবায়ন করা। কিন্তু পারিনি দু’টি কারণে। প্রথম কারণ-দেশে তিন মাস রাজনৈতিক সহিংসতা ছিল। দ্বিতীয় কারণ- স্বপ্নের পদ্ম সেতু প্রকল্পে ৩ হাজার ৩শ’ কোটি টাকা খরচ করতে পারেনি। যে কারণে শতভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হয়নি।
তবে আগামী অর্থবছরে এডিপির শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হব বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এমআইএস/টিআই