ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৩-১৪ অর্থবছরে ৩৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
২০১৩-১৪ অর্থবছরে ৩৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন

রাজশাহী: দেশে ২০১৩-১৪ অর্থবছরে ৩৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। অথচ ২০০৮-০৯ অর্থবছরে উৎপাদন ছিল ২৭ লাখ মেট্রিক টনের একটু বেশি।

সরকারের মৎস্যবান্ধব বিভিন্ন পদক্ষেপের ফলে এটা সম্ভব হয়েছে।

শনিবার (০১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা মৎস্য অধিদফতরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী এ পরিসংখ্যান তুলে ধরেন। এ সময় পবা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, সরকারের কার্যকর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বর্তমানে দেশের ১৪ লাখেরও বেশি নারীসহ প্রায় এক কোটি লোক মৎস্যখাতের বিভিন্ন কাজে নিয়োজিত। মৎস্যখাত থেকেই তারা জীবন ও জীবিকা নির্বাহ করেন। যা বাংলাদেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭.০৩ লাখ মেট্রিক টন।

অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ সংগ্রহ ও মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেছে বলেও সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এসএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।