ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসার জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
ব্যবসার জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ এখন আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় স্থান বলে মন্তব্য করেছেন বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিরা।

গত শনিবার (১ আগস্ট’২০১৫) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনে ক্যারিয়ার কার্নিভালে অংশ নিয়ে তারা একথা বলেন।



ইয়ুথ কার্নিভানের দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়ে নোকিয়া, জি, এল এম এরিকসন আয়ারল্যান্ড,ব্যাংক এশিয়া, সিটিসেল ও এলকাটেলের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে অংশ নেন চাকরি প্রত্যাশী কয়েক’শ শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক চাকরির বাজারের সাথে বাংলাদেশে বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরেন।

তারা বলেন, উন্নত বিশ্বের প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে যখন ব্যবসা করতে গিয়ে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে লোকসান গুণতে হচ্ছে, তখন বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোতে নতুন নতুন ব্যবসার পথ তৈরি হচ্ছে। সে কারণেই এখন অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।

এসব বিনিয়োগ থেকে সামনের দিনগুলোতে যে নতুন চাকরির বাজার তৈরি হবে, তার জন্য উপস্থিত চাকরি প্রত্যাশীদের তৈরি হওয়ারও পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে ইয়ুথ কার্নিভালের প্রধান উদ্যোক্তা এল এম এরিকসন আয়ারল্যান্ডের সিনিয়র সলিউশন ম্যানেজার শাহীনুর আলম জনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সফল ব্যক্তিদের সাথে সফল হতে আগ্রহীদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টির উদ্দেশে ইয়ুথ কার্নিভালের যাত্রা শুরু। ২০১৮ সালের মধ্যে অন্তত এক কোটি মানুষের মধ্যে সেতুবন্ধ সৃষ্টির লক্ষ্য নিয়ে ইয়ুথ কার্নিভাল কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এনএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।