ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের ৬টি শাখার নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘টেমিনস টি২৪ সেন্ট্রালাইজড অনলাইন ব্যাংকিং স্যলুশন’ বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শাখাগুলোতে অচিরেই ‘অনলাইন ব্যাংকিং সিস্টেম’ চালু করা হবে।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. বদিউল আলম ও বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ।
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এএ