ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যাত্রা শুরু ইউনিয়ন স্পেশালাইজড হাসপাতালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
যাত্রা শুরু ইউনিয়ন স্পেশালাইজড হাসপাতালের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেবার ব্রত নিয়ে বাড্ডার আফতাব নগরে যাত্রা শুরু করলো ইউনিয়ন স্পেশালাইজড হাসপাতাল।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম হাসপাতালটির উদ্বোধন করেন।



হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে এ কে এম রহমতউল্লাহ বলেন, হাসপাতালের উদ্দেশ্য মানুষের সেবা করা। আশাকরি আপনারা সে দিকে লক্ষ্য রাখবেন। মানুষ যাতে মানসম্মত সেবা পায় তার ব্যবস্থা করবেন।

এ বি তাজুল ইসলাম বলেন, মানুষের সরাসরি সেবা করার সব থেকে ভালো মাধ্যম হাসপাতাল। আপনারা হাসপাতালে অবশ্যই ব্যবসা করবেন। সেই সঙ্গে মানুষ যাতে সেবা পায় সে দিকেও লক্ষ্য রাখবেন।

তিনি বলেন, অনেক সময় পুলিশ মামলা হওয়ার ভয়ে হাসপাতালে দুর্ঘটনার রোগীদের চিকিৎসা দেওয়া হয় না। পুলিশ মামলা হবে কি হবে না সেটি বড় বিষয় নয়। কেউ হাসপাতালে এলে মানুষ হিসেবে আপনারা তার চিকিৎসা অবশ্যই দেবেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বছরে ব্যবসা করে যে মুনাফা করেন তার ১০ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানুষের সেবার জন্য আলাদা করে রেখে দেন। আপনারা মানুষের সেবায় এভাবে এগিয়ে আসুন।

তিনি আরও বলেন, খালেদা প্রথম যখন প্রধানমন্ত্রী হন তখনো তিনি জন্মদিন পালন করতেন না। কিন্তু পরবর্তীতে কিছু ইবলিশ তাকে ১৫ আগস্ট জন্মদিন পালনের পরামর্শ দেন। আর সেই পরামর্শ অনুযায়ী তিনি ১৫ আগস্ট জন্মদিন পালন করেন।

এসময় তিনি বলেন, ব্যর্থতা থেকে সফলতা আসে। আমরা আশাকরি খালেদার শুভবুদ্ধির উদয় হবে। ব্যর্থতা থেকে তিনি শিক্ষা লাভ করে এবার আর ১৫ আগস্ট অট্টোহাসি হেসে জন্মদিন পালন করবেন না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন, ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বাবু, পরিচালক বায়জিত ভূইয়া, এম এ সাদেক, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।