ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইলিশের প্রজনন বাড়াতে পাঁচটি অভয়াশ্রম

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ইলিশের প্রজনন বাড়াতে পাঁচটি অভয়াশ্রম ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে ইলিশ মাছের প্রজনন বাড়াতে পাঁচটি অভয়াশ্রম করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে রাজধানীর মৎস্য ভবনের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।



তিনি বলেন, সুষ্ঠু মৎস্য ব্যবস্থাপনায় দেশে ২০১৫ সালের মধ্যেই ২০ লাখ জেলের পরিচয়পত্র দেওয়া হবে। ইতোমধ্যে ৬ লাখ ২০ হাজার জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রেকটন। যা দেশের মোট মৎস্য উৎপাদনের ১১ শতাংশ।

বর্তমানে দেশে ৪২ লাখ মেট্রিকটন মাছের চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৪ সালে দেশে মাছের উৎপাদন ছিল সাড়ে ৩৫ লাখ মেট্রিকটন। চলতি বছর এক লাখ বেড়ে হয়েছে সাড়ে ৩৬ লাখ মেট্রেকটন বলে জানান মন্ত্রী ছায়েদুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ূন, এ অধিদফতরের সচিব শেলিনা আফরোজ ও অতিরিক্ত সচিব আনিসুর রহমান প্রমুখ।

‘সাগর নদী সব জলে মৎস্য চাষে সোনা ফলে’ এই স্লোগানকে সামনে রেখে এ বছরের ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
‌সেএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।