বগুড়া: ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’স্লোগানে বগুড়ার শেরপুরে সপ্তাহব্যাপী শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিন মাছ চাষে সফলতা দেখানোর জন্য উপজেলার সাত চাষিকে পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলা বিআরডিবি’র সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত সাত চাষি হলেন- আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, দৌলতুজ্জামান, আশরাফ আলী, জহুরুল ইসলাম, আব্দুল মান্নান ও আব্দুল আলীম মন্টু। তাদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান।
এতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) শেরপুর উপজেলার চেয়ারম্যান মমতাজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রওশন দিল আফরোজ, মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এমবিএইচ/এমএ