ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীমঙ্গলে এয়ারটেল বিক্রি করছে নিবন্ধনবিহীন সিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
শ্রীমঙ্গলে এয়ারটেল বিক্রি করছে নিবন্ধনবিহীন সিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে সরবে বিক্রি হচ্ছে এয়ারটেলের নিবন্ধনবিহীন সিম। ভোক্তারা সস্তায় এসব সিম কিনছেন দেদারছে।

তবে পূরণ করছেন না কোনো রেজিস্ট্রেশন ফরম। আর এসব সিম বিক্রি করছেন কোম্পানির প্রতিনিধিরাই।

মঙ্গলবার (৪ আগস্ট) শ্রীমঙ্গল শহরের কলেজ রোড চৌমহনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় ছাতা টাঙিয়ে এয়ারটেলের এসব নিবন্ধনবিহীন সিম করতে। পলাশ রায় নামের ওই ব্যক্তি নিজেকে এয়ারটেলের বিপি প্রমোটার হিসেবে পরিচয় দিলেন। পাশেই ছিলেন এয়ারটেলের অপর ব্যবস্থাপক নাজমুল হোসেন।

এলাকাবাসী দিদার শাহিন বাংলানিউজকে বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশনবিহীন সিম বিক্রি করার কোনোপ্রকার বৈধতা নেই। কিন্তু দেখলাম আমাদের এলাকায় এসব সিম বিক্রি করা হচ্ছে। মোবাইল ফোনে মেয়েদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন ধরনের অপরাধে এসব রেজিস্ট্রেশনবিহীন সিম ব্যবহার করলে ব্যবহারকারী শনাক্ত করা সম্ভব হয় না।

এয়ারটেলের টেরিটরি ম্যানেজার মো. শাহিন আহমেদ বাংলানিউজকে বলেন, আসলে আপনি বুঝতে ভুল করছেন। এটা আনরেজিস্ট্রার সিম নয়। এটা এয়ারটেল থ্রিজি ইন্টারনেট সিম। যারা আমাদের সিম নিচ্ছেন তাদের আমরা বলে দেই যে তারা যেন পরবর্তীতে আমাদের এয়ারটেল শ্রীমঙ্গল অফিসে এসে রেজিস্ট্রেশন করে যায়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, নিবন্ধনবিহীন সিমের বিষয়টি আমার জানা ছিলো না। এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।