ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মজুরি কমিশন ঘোষণার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
মজুরি কমিশন ঘোষণার দাবি প্রতীকী

ঢাকা:  অবিলম্বে মজুরি কমিশন ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।



বক্তারা বলেন, শ্রমিক শ্রেণীর আয় না বাড়লে মধ্যম আয়ের দেশের খেতাব অর্জন কার্যকর ও অর্থবহ হবেনা। সে জন্য অনতিবিলম্বে মজুরি কমিশন ঘোষণা করতে হবে।

কমিশন ঘোষণা না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সিলেকশন গ্রেড ও টাইমস্কেল চালুর দাবি জানান তারা।

জোটের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেএসডি জেএসডি’র ভারপ্রাপ্ত সভাপতি এম এ গোফরান, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। ‍-বিজ্ঞপ্তি।

বাংলোদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।