ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লাফার্জের লভ্যাংশ জমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লাফার্জের লভ্যাংশ জমা

ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা জমা দিয়েছে লাফার্জ সিমেন্ট কোম্পানি।

বুধবার (০৫ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে তার অফিস কক্ষে লাফার্জ সিমেন্ট কোম্পানির পরিচালক (অর্থ) মাসুদ খান এক কোটি ২৮ লাখ টাকার চেক হস্তান্তর করেন।



শ্রমসচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) যুগ্ম-সচিব ফয়জুর রহমান এবং কোম্পানির পরিচালক মিজানুর রহমান, শামারুখ ফখরুদ্দীন এবং স্টকহোল্ডার্স রিলেশন ম্যানেজার মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কোম্পানির নিট লভ্যাংশের ৫ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।