ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিটেন্স সেবা চালু করলো এসবিএসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
রেমিটেন্স সেবা চালু করলো এসবিএসি ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক সম্প্রতি প্লাসিড এক্সপ্রেসের রেমিটেন্স সেবা চালু করেছে। ব্যাংকের  গ্রাহকরা ব্যাংকটির ৪৪ শাখা হতে প্লাসিড রেমিটেন্স সেবা নিতে পারবে।



এসবিএসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এ সেবাটি যৌথভাবে উদ্বোধন করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমেদ, এসবিএসি ব্যাংকের এস ই ভি পি ও আইডি বিভাগের প্রধান হারুন-অর-রশীদ এবং প্লাসিড এক্সপ্রেসের পরিচালক ও সিএফও  হারুন-উর-রশীদ।

এসময় উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের আইডি বিভাগের ডেপুটি হেড মেজবাউল হাসান, এ ভি পি  মাজহারুল হাসান, রেমিটেন্স প্রধান এবিএম সোহেল পারভেজ সহ যমুনা ব্যাংকের পদস্থ কর্মকর্তারা।      

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।