ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাব্বির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাব্বির সাব্বির রহমান

ঢাকা: দেশের কোটি মানুষের উদ্যম ও উৎসাহের কেন্দ্রে এখন দেশের তরুণ সব ক্রিকেটার। তাদেরই একজন, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং অলরাউন্ডার সাব্বির রহমানকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করলো মোবাইল অপারেটর গ্রামীণফোন।



গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ষষ্ঠ খেলোয়ার সাব্বির। বৃহস্পতিবার (০৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জান‍ায় গ্রামীণফোন।

অন্য পাঁচ খেলোয়াড় হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।

গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাব্বির রহমানের। এরই মধ্যে ধারাবাহিকভাবে ভালো খেলার মাধ্যমে তিনি এখন দেশের অন্যতম তরুণ আইকন।

এ বিষয়ে গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে নিয়মিতভাবে ভালো করা খেলোয়াড়দের মধ্যে সাব্বির একজন। গ্রামীণফোনও তেমনি এর  গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবাদানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মনে করি, আমাদের এই সম্পৃক্ততার মাধ্যমে একটা দারুণ ব্যাপার ঘটবে।

সাব্বির রহমান বলেন, দেশজুড়ে নির্ভরযোগ্যতার অন্য নাম গ্রামীণফোন। সারাদেশ আমার ওপরেও আস্থা রেখেছে। তাই বিষয়টি আমি বুঝতে পারি। আমার ওপর আস্থা রাখার জন্য আমি গ্রামীণফোনকেও ধন্যবাদ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় দলের এই ছয় খেলোয়াড়ের সমর্থন তরুণদের উৎসাহিত করবে গ্রামীণফোনের নিরবচ্ছিন্ন সেবা গ্রহণে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।